• Call: +8801784681439
  • Email: ekotafoundation@gmail.com
CHAIRMAN'S SPEECH
CHAIRMAN'S SPEECH

আমি জীবনে অনেক কিছু অর্জনের চেষ্টা করিনি—চেয়েছি কেবল মানুষের মুখে হাসি দেখতে, কারও কাঁধে হাত রাখতে, কারও কান্না চুপ করিয়ে দিতে। একতা ফাউন্ডেশন সেই স্বপ্নের সেতু, যেখানে ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা এক হয়ে কাজ করে।

একতা ফাউন্ডেশনকে আমি দেখি একটি জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে—যেখানে প্রতিদিন কেউ না কেউ নতুন আশার আলো দেখে, কেউ বেঁচে থাকার শক্তি পায়, কেউ পায় মাথা গোঁজার ঠাঁই। এই প্রতিষ্ঠান কেবল সাহায্য দেয় না—মানুষের মধ্যে হারিয়ে যাওয়া ভরসাকে ফিরিয়ে আনে।

আমাদের লক্ষ্য একটাই—একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কারও চোখে থাকবে না অনিশ্চয়তা, কারও পায়ে থাকবে না ক্ষুধার ক্লান্তি, আর কারও জীবন থাকবে না অবহেলায় ঢাকা।

আমি এই পথেই থাকতে চাই, যতদিন হৃদয়ে অনুভব থাকবে। কারণ একতা ফাউন্ডেশন মানে শুধু দান নয়, এটি ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ প্রকাশ।”



— কামাল মোল্লা
চেয়ারম্যান
একতা ফাউন্ডেশন