বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। একতা ফাউন্ডেশন বিশ্বাস করে, অর্থনৈতিক স্বাবলম্বিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মূল কার্যক্রমসমূহ:
ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা: দরিদ্র পরিবারকে ক্ষুদ্র ব্যবসার জন্য ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান।
হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ: নারী ও যুবসমাজকে টেইলারিং, হস্তশিল্প, ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস প্রভৃতি প্রশিক্ষণ।
কৃষি সহায়তা: ক্ষুদ্র কৃষকদেরকে উন্নত বীজ, সার, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ প্রদান।
অর্থনৈতিক সেলফ-মেনেজমেন্ট প্রশিক্ষণ: গ্রামীণ মানুষের আয় ব্যবস্থাপনা ও সঞ্চয় সচেতনতা তৈরি।
টার্গেট এলাকা:
সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের দারিদ্র্যপীড়িত অঞ্চল।
লক্ষ্যমাত্রা (প্রথম পর্যায়):
৫০০ পরিবারকে স্বাবলম্বী করা
১০০০+ নারী ও যুবককে কারিগরি প্রশিক্ষণ প্রদান
১০টি গ্রামে ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা
সম্ভাব্য বাজেট:
প্রথম ধাপে আনুমানিক বাজেট ৫০ লাখ টাকা।
সঞ্চালক সংস্থা:
একতা ফাউন্ডেশন (www.ekatafoundation.org)
সহযোগী: স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন