অসংখ্য শিশু বাংলাদেশে দারিদ্র্য, বাল্যবিবাহ, ও পরিবারিক সীমাবদ্ধতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। এই প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিকল্প ও নমনীয় শিক্ষা ব্যবস্থার সুযোগ তৈরি করা হবে।
মূল কার্যক্রমসমূহ:
কমিউনিটি শিক্ষা কেন্দ্র স্থাপন: প্রতিটি কেন্দ্রে ৩০-৫০ শিশু প্রতিদিন ২–৩ ঘণ্টা সাধারণ শিক্ষা গ্রহণ করবে।
সহজ পাঠ্যক্রম: শিশুদের মানসিক স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রাথমিক বাংলা, গণিত ও সাধারণ জ্ঞানভিত্তিক পাঠ।
স্বেচ্ছাসেবক শিক্ষক নিয়োগ: স্থানীয় যুবক/যুবতীদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।
শিক্ষা উপকরণ বিতরণ: বই, খাতা, কলম, ব্যাগ ইত্যাদি সম্পূর্ণ ফ্রি প্রদান।
পুষ্টিকর টিফিন: শিক্ষার্থী আকৃষ্ট করতে এবং স্বাস্থ্য ঠিক রাখতে টিফিন প্রদান।
অভিভাবক সচেতনতা সভা: শিক্ষার গুরুত্ব নিয়ে পিতামাতাদের সঙ্গে মাসিক আলোচনা সভা।
টার্গেট এলাকা:
ঢাকার বস্তি এলাকা, নারায়ণগঞ্জের নিম্নআয়ের অঞ্চল, ও খুলনা-বরিশালের প্রত্যন্ত গ্রাম।
লক্ষ্যমাত্রা (প্রথম পর্যায়):
২০টি শিক্ষা কেন্দ্র
১০০০+ শিশুকে শিক্ষার আওতায় আনা
৫০+ স্থানীয় তরুণ-তরুণীকে শিক্ষায় সম্পৃক্ত করা
সম্ভাব্য বাজেট:
প্রতি কেন্দ্র পরিচালনায় মাসিক ২০,০০০ টাকা
প্রথম বছরে মোট বাজেট – প্রায় ৫০ লাখ টাকা
সঞ্চালক সংস্থা:
একতা ফাউন্ডেশন
সহযোগী: স্থানীয় স্কুল, স্বেচ্ছাসেবক দল, এনজিও