• Call: +8801784681439
  • Email: ekotafoundation@gmail.com
১৮০০ জন পেল স্বাস্থ্যসেবা
Date: 17-12-2023
১৮০০ জন পেল স্বাস্থ্যসেবা

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৮০০ জন পেল স্বাস্থ্যসেবা

বরগুনা, ২০ মার্চ ২০২৫

‘স্বাস্থ্য সবার অধিকার’ প্রজেক্টের অংশ হিসেবে একতা ফাউন্ডেশন বরগুনার প্রত্যন্ত এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে ১৮০০+ নারী, শিশু ও বৃদ্ধ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান। ক্যাম্পে ১০ জন চিকিৎসক ও ২০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।